Logo
Logo
×

সারাদেশ

বিকেএসপিতে স্কলারশিপ পাচ্ছে ক্ষুদে ‘মেসি’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

বিকেএসপিতে স্কলারশিপ পাচ্ছে ক্ষুদে ‘মেসি’

বিকেএসপিতে স্কলারশিপ পাচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেট দুনিয়ার ভাইরাল খুদে মেসি খ্যাত সোহান।

তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকের একটি পোস্টেই আনন্দের বন্যায় ভাসছে মতলব উত্তরের ক্ষুদে মেসি সোহানের এলাকার সর্বস্তরের মানুষ।

উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানী গ্রামের সোহেল প্রধানের ছেলে সোহানের ফুটবলের ওপর তার কন্ট্রোল, ড্রিবলিং, ক্ষিপ্রতাসহ নানা কলা কৌশলের ভিডিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টিতে এলে উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখে জানান, ক্ষুদে এই ফুটবলার সোহানকে বিকেএসপিতে দেওয়া হবে বিশেষ স্কলারশিপ। যেখানে তাকে ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলতে।

তইতো অজো পাড়াগাঁয়ের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মতলবের মেসি খ্যাত ক্ষুদে সোহান পৌঁছে যাচ্ছে সোজা বিকেএসপিতে।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুকের ভেরিফাইড পেইজের লেখা দেখে মতলবের ক্রীড়াঙ্গনসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে যেন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। কেননা নেট দুনিয়ায় তার সোহানের ফুটবল যাদুর নানা কৌশল দেখে মতলবের মানুষ আশায় বুক বেঁধে ছিল মেসি খ্যাত এই সোহানকে ঘিরে। তাদের সেই স্বপ্নই আজ যেন বাস্তবায়নের পথে।

সোহানের বাবা মো. সোহেল প্রধান আনন্দে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ মনে হয় আমার ডাক শুনছে। আমি গরিব মানুষ, তবুও আমি আমার চেষ্টা থামাই নাই। সোহানরে তারেক রহমান সাহায্য করতাছে, আমাগো ইউএনও ম্যাডামও সাহায্য করতাছে। বর্তমান ক্রীড়া উপদেষ্টার দয়ায় আমার পোলার স্বপ্নপূরণ হইতে যাইতাছে। সবাই দোয়া করবেন আমার পোলায় যেন বাংলাদেশের ফুটবলের লইগা (জন্য) কিছু করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি জানান, অসম্ভব প্রতিভা সম্পন্ন খুদে এই মেসির জন্য আমরা সব ধরনের চেষ্টাই অব্যাহত রেখেছি। নগদ অর্থ সহায়তা, ক্রীড়া সরঞ্জাম ও নিয়মিত প্র্যাকটিসের জন্য স্থানীয় প্রশিক্ষকের ব্যবস্থা করেছি।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও প্রতিশ্রুতি দিয়েছেন সোহানের পাশে থাকার। ৭ বছর বয়সে বিকেএসপিতে ভর্তির আগ পর্যন্তও সোহানকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও ক্রীড়া সামগ্রী দিচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম