Logo
Logo
×

সারাদেশ

ফ্যাসিস্টের দোসর আখ্যা

তোলারাম কলেজ থেকে হাতেমকে বের করে দিল ছাত্রদল

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

তোলারাম কলেজ থেকে হাতেমকে বের করে দিল ছাত্রদল

নারায়ণগঞ্জের তোলারাম কলেজের একটি অনুষ্ঠান থেকে নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে বের করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১টায় শেখ হাসিনা ও ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে কলেজের একটি উদ্যোক্তা সম্মেলন থেকে তাকে বের করে দেওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুরো উদ্যোক্তা সম্মেলনটিই বন্ধ করে দেন।

একই সঙ্গে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অধ্যয়নরত পাশ কোর্স, অনার্স, মাস্টার্স এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একজন ব্যবসায়ী নেতা অতিথি হিসেবে মোহাম্মদ হাতেম তার বক্তব্য শেষ করলে সর্বশেষ বক্তব্য দিতে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য চলাকালীন অনুষ্ঠানের হল রুমে এসে প্রবেশ করেন তোলারাম কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

এর আগে একাধিক সভা সমাবেশে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে সমালোচনা করেন এবং তাকে সরকারি বেসরকারি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর জন্য অনুরোধ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম