Logo
Logo
×

সারাদেশ

না.গঞ্জে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৩৭ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

না.গঞ্জে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৩৭ নেতাকর্মী গ্রেফতার

রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগ, প্রজন্ম লীগ, যুবমহিলা লীগসহ ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে রূপগঞ্জে ৭ জন, আড়াইহাজারে যুব মহিলা লীগ নেত্রীসহ ৮ জন, সিদ্ধিরগঞ্জে ১৫ জন, সোনারগাঁয়ে ১ জন, ফতুল্লায় ৬, বন্দরে জেলা প্রজন্ম লীগের সভাপতি রাতুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলার আসামিসহ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয়  সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম। গ্রেফতারকৃত অন্য ১১ জন মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রবিন (৩৫)।

আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে মহিলা লীগের নেত্রীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলা ঝাউগড়া ও গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২০), আপন মিয়া (১৯), অনিক রহমান (১৯), নিলয় হোসেন (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান রহমান (১৯), কৃষি ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন (১৯)।

এ সময় তাদের কাছ থেকে পেট্রল বিস্ফোরক দ্রব্য, গাড়ির টায়ারসহ নাশকতা করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। শুক্রবার বিকালে নাশকতার মামলা দেখিয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলা দেখিয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম