Logo
Logo
×

সারাদেশ

পলাতক আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গুলির খোসা

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

পলাতক আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গুলির খোসা

যশোরের মনিরামপুরে পলাতক আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত চায়ের দোকানের পাশ থেকে ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার কাশিমনগর ইউনিয়নের বাবর আলীর মোড় নামক স্থানের ওই দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়।

গুলির খোসা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

জানা যায়, কাশিমনগরের বাবুর আলীর মোড়ে ইন্টারনেট সংযোগ দিতে যান জনৈক শাকিল হোসেন নামে এক ব্যক্তি। সেখানে ইন্তাজ আলীর চায়ের দোকানের দক্ষিণ পাশে কাঠের নিচে মাটিতে গুলি পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় মেম্বারসহ আশপাশের লোকজনকে জানানো হয়।

ইউপি সদস্য শফিয়ার রহমান জানান, ৯ রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সূত্র জানায়, পরিত্যক্ত ওই চায়ের দোকানটি কাশিমনগর ইউনিয়নের শিরালী মদনপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উন্তাজ আলীর। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম