Logo
Logo
×

সারাদেশ

এক হাজার টাকায় জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন দেন তিনি

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

এক হাজার টাকায় জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন দেন তিনি

মাত্র এক হাজার টাকার বিনিময়ে রাতের আঁধারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় মো. রিয়াজ নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মাদানীনগর মাদ্রাসাসংলগ্ন ফুটওভার ব্রিজে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

আটক মো. রিয়াজ (৩২) সোনারগাঁ উপজেলার কাঁচপুরের এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থিত মাদানীনগর ফুটওভার ব্রিজে টানানো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানারে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয়রা দুষ্কৃতকারীদের আগুন ধরাতে দেখতে পেয়ে তাৎক্ষণিক আটকের চেষ্টা করলে অভিযুক্ত রিয়াজকে আটকাতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবগত করা হলে তারা ঘটনাস্থল পৌঁছে জনতার হাতে আটক যুবককে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আটক রিয়াজ বিষয়টির স্বীকারোক্তি দিয়েছেন। ১ হাজার টাকার বিনিময়ে কোনো এক অপরিচিত লোকের সাহায্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তার সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি ব্যানারে কেরোসিন ঢেলে দেন এবং তিনি আগুন ধরান। তবে তার সঙ্গে থাকা ব্যক্তির নাম-পরিচয় তিনি জানেন না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আগুন দেওয়ার সময়ে একজন পথচারী দেখতে পেয়ে আমাকে ফোন করে জানান। আগুন দেওয়ার সময়ে স্থানীয়রা একজনকে ধরতে সক্ষম হয়েছে। তবে কে বা কারা এই নাশকতা করেছে আমি আসলে নিশ্চিত নই। এবারই নয়, এর আগেও কাঁচপুর ব্রিজের নিচে টানানো আমার আরেকটি বিলবোর্ড খুলে ফেলা হয়েছিল। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম