Logo
Logo
×

সারাদেশ

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে হোমনা পৌরসভার বাগমারার পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে।

মকবুল পাঠানের বাড়ির কেয়ারটেকার নাজমা বেগম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে বিল্ডিংয়ের দরজা-জানালার কাচ ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় এবং ফাঁকা গুলি ছোড়ে। যাওয়ার সময় ‘মাহবুব কাঞ্চনের’ সঙ্গে যোগাযোগ করতে বলে যায়। ঘটনার সময় মকবুল পাঠান ও পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল পাঠানের বাড়িতে হামলা হচ্ছে- এমন খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এসআই জীবন ঘটনাস্থলে আছেন।

এসআই জীবন বিশ্বাস বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে এসেছি। এই বাড়িতে কেউ থাকেন না। বাড়ির কেয়ারটেকার নাজমা বেগমের সঙ্গে কথা বলে জানতে পারি কিশোর বয়সের ২০-২৫ জন ছেলে হাতে লাঠিসোটা নিয়ে হঠাৎ বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গুলি করার বিষয়টি সঠিক না।

জানা গেছে, মকবুল হোসেন পাঠান আছাদপুর ইউনিয়নের ঘনিয়ার চর গ্রামের আবদুল হাকিম পাঠানের ছেলে। তিনি জেলা পরিষদ সদস্য থেকে পদত্যাগ করে ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে মকবুল পাঠান পলাতক রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম