বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
দ্রুতগামী বাসের ধাক্কায় শিপন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় মহাসড়কে পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় শিপন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন চান্দিনা উপজেলা সদরের রূপনগর ঈমান বাড়ির শহিদুল ইসলামের ছেলে। তিনি চান্দিনা মহারং গ্রামে ভাড়ায় বসবাস এবং রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের মামা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ঢাকামুখী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে আমাদের টিম যায়। কিন্তু নিহতের লাশ বা গাড়ি কিছুই পাইনি। নিহতের বাড়ি কাছাকাছি থাকায় স্বজনরা লাশ নিয়ে যায়।

