কুমিল্লা-২ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী
আবুল খায়ের, কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে দলের মনোনয়ন ৬ জন প্রত্যাশীর দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে। এ আসনে বিএনপির মনোনয়ন কে পাবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
এ আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন- কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন সরকার, সাবেক সচিব এমএ মতিন খান, এমকে আনোয়ার কন্যা খাদিজা আনোয়ার রিনা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।
জানা গেছে, বিএনপির ঘাঁটি খ্যাত কুমিল্লা-২ সংসদীয় আসনে দলটির মনোনয়নই সবচেয়ে বড় যুদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেলেই জয়ের সম্ভাবনা অনেক। এতে মনোনয়ন যুদ্ধে হাড়ভাঙা পরিশ্রম করছেন প্রত্যাশীরা। মাঠে দৌড়ঝাঁপের পাশাপাশি ধরনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে।
নেতাকর্মীদের দাবি- মনোনয়ন দৌড়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এগিয়ে রয়েছেন। এর মধ্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থী। মনোনয়ন ঘোষণায় তাকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে ধারণা নেতাকর্মীদের।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ জনই গণসংযোগসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। তবে তফশিল ঘোষণার পর চূড়ান্ত মনোনয়নে কে হাসবেন শেষ হাসি সেটা সময়ই বলে দেবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, আমি এ আসনের সবচেয়ে বেশি নির্যাতিত একজন নেতা। মনোনয়ন প্রত্যাশায় আমি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমি কুমিল্লা বিভাগীয় বিএনপিকে সংগঠিত করার জন্য দীর্ঘ বছর যাবত কাজ করে যাচ্ছি। কুমিল্লা-২ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। ভোটারদের পক্ষ থেকে অনেক সাড়া পাচ্ছি। জনসাধারণ আগামী নির্বাচনে আমাকে চাচ্ছেন।
