Logo
Logo
×

সারাদেশ

রাস্তার গাইড ওয়ালের ইট খুলে ফেলে দিলেন এলাকাবাসী

Icon

মো. আবদুল বাতেন, চান্দিনা (কুমিল্লা)

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

রাস্তার গাইড ওয়ালের ইট খুলে ফেলে দিলেন এলাকাবাসী

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের উন্নয়ন কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয়রা গাইড ওয়ালের কয়েকটি অংশের ইট খুলে ফেলে দেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৩ কোটি ৮৪ লাখ টাকা অর্থায়নে ওই সড়কের মাধাইয়া থেকে রাণীচড়া ব্রিকস ফিল্ড এলাকা পর্যন্ত ৯.৬ কিলোমিটার অংশটির উন্নয়ন কাজ রোববার (২৪ নভেম্বর) থেকে শুরু হয়। হাসান বি-বাড়ীয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে কাজটি পায়।

প্রকল্প অনুযায়ী রসুলপুর বাজার, মহিচাইল বাজার এই দুইটি অংশে আরসিসি ঢালাই করা হবে। প্রথম ধাপে রসুলপুর বাজার অংশে আরসিসি ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হলেও শুরুর পর দিনেই সোমবার (২৫ নভেম্বর) গাইড ওয়াল নির্মাণে গুরুতর অনিয়ম ধরা পড়ে। নিম্নমানের কাজ ও দুর্বল দেয়াল দেখে ক্ষুব্ধ স্থানীয়রা গাইড ওয়ালের কয়েকটি অংশের ইট খুলে ফেলে দেন। পরে নির্মাণ শ্রমিকরা পুরো অংশের ইট গাঁথুনি থেকে খুলে নেয়।

সরেজমিন দেখা যায়, গাইড দেয়ালের ব্যাস ঠিকমতো কমপ্যাকশন করা হয়নি। বালু-সিমেন্টের মিশ্রণেও মান ঘাটতি স্পষ্ট। ছাঁচ অনেক স্থানে বাঁকা। এসব দেখে কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

রসুলপুর বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, গাইড দেয়াল এমন দুর্বল হলে এর ওপর ঢালাই টিকবে না। এ কারণে কয়েকজন মিলে দেয়ালের কয়েক অংশের ইট সরিয়ে ভুল কাজটি দেখিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, প্রথম দিনেই প্রকৌশলী বা তদারকি কর্মকর্তাদের উপস্থিতি পাওয়া যায়নি, শ্রমিকরা নিজেদের মতো করে কাজ করছিলেন।

রসুলপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, আরসিসি ঢালাই হবে বাজার এলাকায়। মান ঠিক না থাকলে সড়ক কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হবে। বড় অঙ্কের প্রকল্প হওয়া সত্ত্বেও শুরুতেই এমন অনিয়ম দুঃখজনক।

এলজিইডি সূত্র জানায়, গাইড ওয়াল আরসিসি ঢালাইয়ের মূল ভিত্তি। এখানে মান বজায় না থাকলে পরবর্তীতে পুরো সড়কের স্থায়িত্বই ঝুঁকির মুখে পড়বে।

সচেতন মহল বলছে, কাজ শুরুর পরের দিনই স্থানীয়দের দ্বারা গাইড ওয়ালের ইট খুলে ফেলার ঘটনাটি প্রকল্প তদারকির দুর্বলতাকেই স্পষ্ট করেছে। তাৎক্ষণিক পরিদর্শন, অনিয়ম বন্ধ ও মান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ব্যাপারে হাসান বি-বাড়ীয়া এন্টারপ্রাইজের সাইট ম্যানেজার মো. আনোয়ারুল করিম বলেন, রোববার কাজ শুরু হয়েছে। ব্যস্ততার কারণে তদারকি করতে পারিনি। মিস্ত্রিরা ভুল করে সিমেন্ট কম দিয়েছে। এখন থেকে সব কিছু নিয়মানুয়ায়ী করা হবে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ওই প্রকল্পের নিজস্ব ২ জন প্রকৌশলী রয়েছেন। আমি অভিযোগ জানতে পেরেছি। পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম