Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় যমুনা টেলিভিশনের সাংবাদিক খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলার দাউদকান্দি মডেল থানার সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থীর ‘গফুর ভূঁইয়া মিডিয়া সেল’ নামে ফেসবুক পেজ থেকে যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান খোকন চৌধুরী ও যমুনা টেলিভিশনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে।

বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ সমাবেশ করেন। যমুনা টেলিভিশনের ব্যুরোপ্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করেন। এতে খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকালে খোকন চৌধুরীর ওপর হামলা, ক্যামেরা মোবাইলসহ অন্যান্য ডিভাইস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য রাখেন- মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহাব উদ্দিন, আমার দেশের প্রতিনিধি এমএইচ মোহন, কালের কণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী, মাই টিভির প্রতিনিধি জিল্লুর রহমানসহ অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম