Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর টাউন হল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির ওলামা মাশায়েখ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশীদ ইয়াছিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম