পদ্মায় ধরা পড়ল ১০ কেজির আইড়, দাম কত জানেন?
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
১০ কেজি ওজনের একটি আইড় মাছ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি আইড় মাছ। যা ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের অদূরে চর কুশাহাটায় থেকে মাছটি জেলের জালে ধরা পড়ে।
পরে বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছের মহাজন আনু খাঁর আড়তে মাছটি নিয়ে আসলে উৎসুক জনতা সেখানে ভীড় জমায়।
এ বিষয়ে দৌলতদিয়া মাছ বাজারের আড়ৎদার আনু খাঁ বলেন, ওই জেলের কাছ থেকে ২ হাজার ২ শত টাকা কেজি দরে আইড় মাছটি কিনে ৫ নম্বর ফেরীঘাটের ভ্রাম্যমান আড়তে নিয়ে আসেন। সেখানে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি না হওয়ায় গোয়ালন্দ বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

