Logo
Logo
×

সারাদেশ

মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম

মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

তাফসিরুল কোরআন মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে স্টেজেই পড়ে মাওলানা ফরিদুল ইসলাম।

গোবিন্দগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে স্টেজেই পড়ে যান এবং পরে হাসপাতালে মারা যান মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। শনিবার (৬ ডিসেম্বর) রাতের ওই তাফসির মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেন। কিন্তু বক্তব্যের মাত্র কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে স্তব্ধ হয়ে যান।

স্থানীয়রা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে দুই দিনের চিকিৎসার পর সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি আড়াই বছরের এক সন্তানের জনক ছিলেন।

হঠাৎ তার এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম