Logo
Logo
×

সারাদেশ

দুই সন্তানের মাকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

দুই সন্তানের মাকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় সাবিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্বামী আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে রোববার (৭ ডিসেম্বর) রাতে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার (৮ ডিসেম্বর) স্বামীসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

নিহত সাবিনা আক্তার একই গ্রামের মো. আবুল খায়েরের স্ত্রী এবং চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। রোববার রাতে স্বামী আবুল খায়ের উত্তেজিত হয়ে সাবিনা আক্তারকে প্রচণ্ড মারধর করেন। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা চুবিয়ে নির্যাতন চালান। 

নিহতের বাবা ময়নাল হোসেন জানান, খবর পেয়ে রাতেই তারা ওই বাড়িতে গিয়ে বাথরুমে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আবুল খায়েরকে আটক করে পুলিশে খবর দেন।

চান্দিনা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম