Logo
Logo
×

সারাদেশ

ভেজাল গুড় উৎপাদন, দেড় লাখ টাকা জরিমানা

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

ভেজাল গুড় উৎপাদন, দেড় লাখ টাকা জরিমানা

লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

নাটোরের লালপুরে আখের গুড় তৈরির নামে ক্ষতিকর রাসায়নিক ও পচা চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে কারখানার মালিক সাগর আলীকে (২৮) এক লাখ টাকা এবং ওমর আলীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ কারখানায় দীর্ঘদিন ধরে নিম্নমানের উপকরণ দিয়ে গুড় উৎপাদন করা হচ্ছিল। কারখানায় তল্লাশির সময় কাপড় রং করার রাসায়নিক, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইট), ময়দা, ডালডা ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়সহ বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান পাওয়া যায়। এগুলো দিয়ে ভেজাল আখের গুড় তৈরি করা হচ্ছিল। পরে ভেজাল গুড় ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় এবং সাগর আলীর কাছ থেকে এক লাখ টাকা ও ওমর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম