Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন

নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে এমপি প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে এমপি প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগের ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীকে পরিবর্তন করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে পদত্যাগ করা নেতা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। 

দলীয় সূত্র বলছে, প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে কৌশলগত বিবেচনা থেকে। গোলাম মসীহের কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে- এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। তবে বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীর মাঝেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁ পৌরসভার এক বিএনপি নেতা জানান, প্রায় তিন মাস আগে অনেকটা নীরবেই চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন গোলাম মসীহ। ইসলামিক এ দলটি অন্য কোনো রাজনৈতিক ধারার ব্যক্তি বা কূটনৈতিক ব্যক্তিকে  তাদের দলে এনে কি সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো মেরুকরণ সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে। হঠাৎ দলের মধ্যে প্রার্থী রদবদল করা হলো কেন?

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন বলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে একটি গুরুত্ব বহন করে। এ আসনটি বাংলার প্রাচীন রাজধানী ছিল। বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর সংসদ সদস্য প্রার্থীও এখানে হেভিওয়েট বিবেচিত হয়ে থাকে। তাছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরাও হেভিওয়েট প্রার্থী হিসেবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করে। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশে আসনে নিজেদের অবস্থান আরও শক্ত ও মজবুত করতে চাইছে বলে অনেকে ধারণা করছেন।  

বর্তমানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে আছেন দলটির কেন্দ্রয়ি শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী, এনসিপির প্রার্থী তুহিন মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম সিরাজ, কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুল সালাম বাবুল। 

এসব প্রার্থীরা বর্তমানে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও তিনি মাঠে শক্ত অবস্থানে থেকে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।   

গোলাম মসীহ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের আশ্বাসের কারণে ও সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে জনস্বার্থে ব্যাপক উন্নয়নমূলক কাজ করার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে ব্যাপক উন্নয়নমূলক কাজ করব।     

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম