বেগমগঞ্জে আগুনে পুড়ে ছাই ১০ দোকান
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় অন্তপুর চৌরাস্তা এলাকার টিভি সেন্টারের সামনে
ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মা স্টোর, আল্লার দান স্টোর, বাবু ইলেক্ট্রনিক, আরিয়ান হোটেল, আরমান মুদি, সুরক্ষা ফার্মেসি, শাকের হোটেল, সুবন মেট্রিক্স ও তায়েফা ইলেকট্রনিক।
স্থানীয় সূত্র জানায়, রাতে অন্তপুর এলাকার বেশির ভাগ দোকান বন্ধ করে দোকানিরা বাড়ি চলে যান। রাত সাড়ে ১২টায় জামাল মার্কেটের সুবন মেট্রিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এবং ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
একলাশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বাহার বাবুল জানিয়েছেন, ব্যবসায়ীদের ধারণা অনুযায়ী কম্বল দোকানের কয়েল বা অন্য কোন আগুনের উৎস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনে মার্কেটের ১০টি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বেশিরভাগ ব্যবসায়ী একবারে নিঃস্ব হয়েছেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।

