Logo
Logo
×

সারাদেশ

মোহাম্মদপুর হত্যাকাণ্ডে মামলা করলেন নিহতের স্বামী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

মোহাম্মদপুর হত্যাকাণ্ডে মামলা করলেন নিহতের স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ এবং তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার।

তিনি জানান, গৃহকর্মী মোছা. আয়েশা (২০)–কে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন কাজ শুরু করেছিলেন আয়েশা।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন—লায়লা আফরোজ গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। আর নাফিসাকে বাসার গেটের কাছে গলার নিচে ডান পাশে কাটা দাগসহ পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়—সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় ঢোকে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় সে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

বাদীর দাবি, অজ্ঞাত কারণে আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর পালিয়ে যায়। আত্মীয়দের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, তারা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম