Logo
Logo
×

সারাদেশ

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০ গ্রামবাসী

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০ গ্রামবাসী

বরিশালের মুলাদীতে নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে সেতুর নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর করেন নাজিরপুর ও রামালপোল গ্রামের বাসিন্দারা। সৌহার্দ সেতু নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ এবং নির্মাণের উদ্যোক্তাদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় দুই গ্রামের সাধারণ মানুষ এ হামলা করেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। 

পুলিশ জানায়, মামলায় বাদী উল্লেখ করেছেন- গত ৬ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে অনলাইনে যুক্ত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধনের কথা ছিল। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ডিসি মো. খায়রুল আলম সুমন, ইউএনও মো. গোলাম সরওয়ার, মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলামসহ কর্মকর্তারা সেতুর পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব ও অন্য কর্মকর্তা আসার আগেই সকাল ১০টার দিকে নাজিরপুর ও রামালপোল গ্রামের তিন শতাধিক লোক সেতুর পূর্বপাড় থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। 

হামলাকারীরা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলেন এবং উপস্থিত কর্মকর্তাদের সামনেই সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে লালগালিচা নিয়ে যান। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং সরকারের অপূরণীয় ক্ষতি হয়। নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান বাদী মেহেদী হাসান। 

এ ব্যাপারে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম