Logo
Logo
×

সারাদেশ

নাইট পেট্রোলিংয়ে রাজশাহীর পুলিশ কমিশনার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

নাইট পেট্রোলিংয়ে রাজশাহীর পুলিশ কমিশনার

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নাইট পেট্রোলিংয়ে নিজেই অংশ নিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

সোমবার গভীর রাত পর্যন্ত তিনি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহলের নেতৃত্ব দেন।

নিজে উপস্থিত থেকে রাত্রিকালীন পুলিশ কমিশনারের টহল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন মহানগরবাসী।

তারা বলছেন, রাজশাহীতে আগে কোনো পুলিশ কমিশনারকে এভাবে নিজে মাঠে নেমে রাত্রিকালীন টহল পরিচালনা করতে দেখা যায়নি।

আর ব্যবসায়ীরা বলছেন, পুলিশের এমন উপস্থিতি অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

মহানগরীর সাহেববাজার এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের নেতৃত্বে নিয়মিত এমন টহল থাকলে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারবেন। আইনশৃঙ্খলার উন্নতি হবে।

সম্প্রতি আরএমপির কমিশনার হয়ে এসেছেন ড. মো. জিল্লুর রহমান। তিনি আসার পরই গত ২ ডিসেম্বর বিকালে মহানগরীর লক্ষ্মীপুর মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনিচত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড় এলাকায় পুলিশের মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করেন।

আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান সরেজমিন এই ড্রিল পরিদর্শন করেন। এরপর সোমবার রাতে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বচক্ষে পর্যালোচনা করতে রাত্রিকালীন টহলে নামেন তিনি। এ সময় তিনি সন্দেহভাজনদের তল্লাশি করেন, পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

পরে পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, নগরবাসীর শান্তি ও স্বস্তির জন্য এখন থেকে নিয়মিত জোরদার টহল অব্যাহত থাকবে। প্রয়োজনে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যেকোনো সময় মাঠে নামবেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার এক সভায় আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান নগরীতে অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। ঠিক তার পরের রাতেই তিনি কর্মকর্তাদের নিয়ে নিজে টহলে নেমে পড়েন। ওই রাতে পুলিশ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। উচ্চশব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো তরুণদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম