Logo
Logo
×

সারাদেশ

বহুল আলোচিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর নতুন তারিখ ঘোষণা

Icon

আখতারুজ্জামান আখতার, পাবনা

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

বহুল আলোচিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর নতুন তারিখ ঘোষণা

বহুল আলোচিত পাবনা-ঢাকা সরাসরি রেল সার্ভিস চালু করা নিয়ে নতুন আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। তিনি বলেছেন, ২০২৬ সালের মার্চ মাসে পাবনা-ঢাকা সরাসরি রেল সার্ভিস চালু করা যেতে পারে। একই সঙ্গে সরকারের নেওয়া কর্মসূচির অংশ হিসেবে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক চারলেনে উন্নীত করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে ৪ অক্টোবর ২০২৫ তারিখে পাবনা সফরকালে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেছিলেন, ডিসেম্বর ২০২৫ নাগাদ এই রেল সার্ভিস চালু সম্ভব হতে পারে।

শেখ মঈনুদ্দিন বলেন, বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহণের উদ্দেশ্যে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে নির্মিত অপব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

সারা দেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মঈনুদ্দিন বলেন, দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পুরোনো জেলা হিসেবে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার। পাশাপাশি পাবনার খাসচর থেকে মানিকগঞ্জের আরিচা নৌরুটে ফেরি সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। একইসঙ্গে ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনা সদর আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর পক্ষ থেকে যোগাযোগ উন্নয়নে দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সোমবার (৮ ডিসেম্বর) দুই দিনের সফরে ঈশ্বরদী আসেন। মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও উপদেষ্টার ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন তিনি।

এ সময় পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন ও পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৬ মে পাবনায় তাকে দেওয়া গণসংবর্ধনায় ঘোষণা দিয়েছিলেন যে, সেপ্টেম্বর মাসে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের পাবনা-ঢাকা সরাসরি রেল সার্ভিস চালু করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম