শ্যালিকা-দুলাভাই গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
তালতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হুমায়ুন কবির (৪০) ও তার শ্যালিকা খুকুমনিকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ১৪৮৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিকালে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
জানা গেছে, বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে তালতলী এলাকার মাদক পাচার করে আসছিল কিন্তু তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। মঙ্গলবার সকালে হুমায়ুন কবির ও তার শ্যালিকা খুকুমনি ইয়াবা নিয়ে ঢাকা থেকে আমতলী আসেন। ওই স্থান থেকে মোটরসাইকেলে তালতলী শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তাদের মোটরসাইকেল গতিরোধ করে। পরে হুমায়ুন কবিরের শ্যালিকা খুকুমনির দেহ তল্লাশি করে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের পুলিশ ও নৌবাহিনী গ্রেফতার করে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তালতলী থানার ওসি আসাদুর রহমান বলেন, গ্রেফতার শ্যালিকা ও দুলাভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
