Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ১৬ দিনের মাথায় আরেক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

চট্টগ্রামে ১৬ দিনের মাথায় আরেক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে ১৬ দিনের মাথায় আরেক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে নাঈম বিশ্বাস (২৫) নামে ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাঈম বিশ্বাস চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৯) সদস্য। মৃত নাঈমের এক বছরের একটি সন্তান রয়েছে।

এপিবিএন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম অ্যান্ড অ্যাডমিন) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেন, নাঈম বিশ্বাস স্ত্রী ও সন্তান নিয়ে চক্রেসো আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তারা স্বামী-স্ত্রী দুজনই পুলিশ সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন নাঈম। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

এর আগে গত ২৩ নভেম্বর নগরীর চকবাজার থানার টয়লেট থেকে কর্মরত এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল। পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন মৃত্যুতে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম