Logo
Logo
×

সারাদেশ

হাসিনা গ্রামে-গ্রামে বল প্রয়োগকারী বাহিনী তৈরি করেছিল: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

হাসিনা গ্রামে-গ্রামে বল প্রয়োগকারী বাহিনী তৈরি করেছিল: জিকে গউছ

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবনের একটি বড় অংশ এ দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। মানুষের দাবি আদায়ের জন্য, মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি একাধিকবার দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন; কিন্তু তিনি থেমে থাকেননি। নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, আমরা মহান আল্লাহর কাছে বিচার দিয়েছি। যেমন কর্ম তেমন ফল।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি। সম্মান করতে শেখেনি। বিএনপি মানুষকে সম্মান করতে জানে। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাই তার জন্য কাল হয়েছিল। হাসিনা গ্রামে-গ্রামে, ওয়ার্ডে-ওয়ার্ডে চাটুকার তৈরি করেছিল। বল প্রয়োগকারী বিভিন্ন বাহিনী তৈরি করেছিল। লোভ লালসা দেখিয়েছে; কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। সে জন্যই শেখ হাসিনা চিন্তা করেছে কিভাবে বিএনপিকে ধ্বংস করা যায়। এ ধ্বংস করার জন্যই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট, গায়েবি, মিথ্যা মামলা দিয়েছি। এসব অন্যায়, অবিচারের ফসল হিসেবে আজ দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

সোমবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ এসব কথা বলেন।

গ্রামের মুরুব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও মো. এনামুল হকের পরিচালনায় এতে বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম