সাভারে সেটেলমেন্ট অফিসে সাংবাদিকদের ওপর হামলা: কর্তৃপক্ষের দাবি ৯০ শতাংশই চাঁদাবাজ
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাভারে সেটেলমেন্ট অফিসের দালাল সিন্ডিকেট ও অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে দেশ টিভির সাংবাদিকের ওপর চেয়ার ছুড়ে হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় সেটেলমেন্ট অফিসের পেশকার মো. শফিক এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা, চড়াও হওয়ার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিংয়ে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ মঙ্গলবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে ঘটনাস্থলে গিয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
এদিকে সাংবাদিককে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে স্থানীয় টেলিভিশন রিপোর্টার্স ক্লাব—টিআরসি। সংগঠনের আহ্বায়ক অপু ওহাব দ্রুত তদন্তসাপেক্ষে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সেটেলমেন্ট অফিসের পেশকার মো. শফিক এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, দেশ টেলিভিশনের সাংবাদিকসহ কয়েকজন দুর্নীতির তথ্য নিতে এসে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও ডেকে অফিসের বাহিরে নিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তাদের এক কর্মচারী চেয়ার তুলে দেশ টিভির সাংবাদিক ইমনকে আক্রমণ করেন।
সেটেলমেন্ট অফিসের পেশকার শফিক যুগান্তরকে জানান, এখানে ঘন ঘন আসা সাংবাদিকদের ৯০ শতাংশই চাঁদাবাজ। তারা দুর্নীতির ভুয়া অভিযোগ তুলে মাসোহারা নেওয়ার জন্য অফিসে ভিড় করায় আমরা অতিষ্ঠ। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি ইমরান আলি যুগান্তরকে জানান, আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
