কাফনের কাপড় পরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত তিন নেতার কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে মিছিলটি উপজেলা সদর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
কেন্দ্র থেকে প্রাথমিকভাবে নজরুল ইসলাম আজাদের নাম ঘোষণা করার পরপরই অপর তিন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে প্রায় এক মাস ধরে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তাদের দাবি তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক আছে এমন কাউকে এ আসনে প্রার্থী করার।
আন্দোলনকারী নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলটির হাইকমান্ডের কাছে মনোনয়ন স্থগিতের দাবি করে আসছেন।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরাজুল হাসান নয়ন মোল্লা বলেন, নারায়ণগঞ্জ-২ আসনটি বিএনপির ঘাঁটি। এখানে বিগত সময়ে তিনবার বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে দল থেকে আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তার বিতর্কিত কর্মকাণ্ডের ফলে বিএনপির ভাবমূর্তি চরমভাবে নষ্ট হয়ে পড়েছে। ভোটের মাঠে তার কোনো জনপ্রিয়তা নেই; তাকে সাধারণ মানুষ ভয় পায়। তার মনোনয়ন বাতিল করা না হলে এ আসনটি এবার বিএনপির হাতছাড়া হয়ে যাবে।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর বলেন, নজরুল ইসলাম আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই আমরা তার মনোনয়ন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করে যাচ্ছি। দল যদি আমাদের দাবি না মানে তাহলে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির ভরাডুবি হবে। এর দায় দলকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে নেতাকর্মী ও ভোটারদের তোপের মুখে পড়েছেন নজরুল ইসলাম আজাদ।
