Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১৭ কোটি টাকা মূল্যের বিড়ি-সিগারেটের নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

বগুড়ায় ১৭ কোটি টাকা মূল্যের বিড়ি-সিগারেটের নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ায় ১৭ কোটি টাকা মূল্যের বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার, লেভেল, প্লেট উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়া কোম্পানীর সদস্যরা সোমবার রাতে শহরের পালশা চৌকিরপাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেস থেকে এসব উদ্ধার করেন। 

র্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ মঙ্গলবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন-বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান মিলন (৪২) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম রঞ্জু (৪২)।

র্যাব সূত্র জানায়, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পালশা চৌকিরপাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার, লেবেল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং বাজারজাত করা হচ্ছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। গোপনে এমন তথ্য পাওয়ার পর সোমবার রাতে ওই প্রেসে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মিলন ও রাশেদুল ইসলাম রঞ্জু গ্রেফতার করা হয়। তাদের হেফাজতে সিগারেটের প্রায় ১৮ লাখ ৩৮ হাজার নকল ব্যান্ডরোল এবং বিড়ির প্রায় ১০ লাখ ৪৯ হাজার নকল ব্যান্ডরোল পাওয়া যায়। এনবিআরের নকল রাজস্বগুলোর মূল্য প্রায় ১৭ কোটি টাকা। অভিযানের সময় রুহান প্রিন্টিং প্রেস থেকে এনবিআর লেখা সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের একটি লেবের প্লেট এবং এনবিআর লেখা বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির কাঠের ফ্রেমের একটি স্ক্রীন প্রিন্ট জব্দ করা হয়।

এছাড়া আজিজ বিড়ির নকল মোড়ক আট হাজার ৯৪০ পাতা, আবুল বিড়ির মোড়ক তিন হাজার ৮১০ পাতা, গ্রামীণ বিড়ির মোড়ক দুই হাজার ২৫০ পাতা, সোনালী বিড়ির মোড়ক দুই হাজার ৬০০ পাতা, বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির মোড়ক দুই হাজার পাতা, আজিজ বিড়ির ফিল্টার ছয় হাজার পাতা, রশিদা বিড়ির ফিল্টার তিন হাজার পাতা, আবুল বিড়ির ফিল্টার ৬০০ টাতা, বিভিন্ন বিড়ির ফিল্টার এক হাজার পাতা, বিভিন্ন বিড়ির স্টিলের লেবেল প্লেট এক হাজার ৪০০টি, আকিজ বিড়ির নিজস্ব নিরাপত্তা লোগোযুক্ত কালো গামটেপ এক হাজার ৫০০টি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম