Logo
Logo
×

সারাদেশ

ভোলায় বাবা–ছেলেকে আটকে রেখে নির্যাতন, তিনজন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

ভোলায় বাবা–ছেলেকে আটকে রেখে নির্যাতন, তিনজন গ্রেফতার

ভোলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রেখে বর্বোরোচিত নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আহতরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহমাদার গ্রামের গোলদার বাড়ির আবুল কামাল (৬৩) ও তার ছেলে মো. উজ্জ্বল (৩৬)। তারা বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত সোমবার (রাতে) স্থানীয় তেমাথা এলাকা থেকে তাদের জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে বাপ্তা এলাকার মুন্সি বাড়িতে আটকে রেখে রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়।

আবুল কামাল ও তার ছেলে জানান, প্রায় দুই মাস আগে একই বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিল্লাল, মাসুদ, হারুনসহ কয়েকজন তাদের ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় তারা আদালতে মামলা দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে নতুন করে হামলা চালায়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে স্বজনদের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রায়হান, সাইদুল (ছাইদুল) ও ইয়ামিনসহ তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। তবে অন্য অভিযুক্তদের পাওয়া যায়নি।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনেরুল ইসলাম বলেন, এই ঘটনায় পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে। বাবা-‌ছে‌লের পক্ষ থে‌কে ভোলা ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রে‌ছেন। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম