খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে গণদোয়া
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামে গণদোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদআসর হাটহাজারী কলেজ ময়দানে এ দোয়া মাহফিল শুরু হয়।
চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে হাটহাজারী উপজেলা ও বায়েজিদ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ এ গণদোয়া মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
এর আগে শতাধিক হাফেজের কণ্ঠে বেশ কয়েকটি খতমে কুরআন ও শেফা-এ তসবিহ তাহলিম অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান।
মোনাজাতে দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনায় তার উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ দানের জন্য আল্লাহপাকের রহমত কামনা করা হয়। সেই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মোনাজাতে দেশ পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দানের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে মোনাজাতে অংশ নেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমে দ্বীনরা দোয়া মাহফিলের আয়োজনে সহায়তা করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে মোনাজাতে অংশ নেন- উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিমসহ হাজারও নেতাকর্মী।
