Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের মঞ্চে অগ্নিসংযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের মঞ্চে অগ্নিসংযোগ

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত মঞ্চে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সেখানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা হওয়ার কথা ছিল। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী।

দলীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে শহীদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়।

মঙ্গলবার ঢাকা থেকে তিনি বাউফলে এসে দোয়া-মোনাজাত ও জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল। এ উপলক্ষে পাবলিক মাঠে মঞ্চ নির্মাণ করা হলেও রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দেয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনীত প্রার্থীর ছোট ভাই তসলিম তালুকদার বলেন, শহিদুল আলম বাউফলের জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কিছু ব্যক্তি বিভেদ সৃষ্টি করে দলের ক্ষতি করছে। মঞ্চে আগুন লাগিয়ে সাবেক এমপির জনপ্রিয়তা কমানো যাবে না। জনগণ আমাদের সঙ্গেই আছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, সোমবার রাত ২টার দিকে দোয়া মাহফিলের মঞ্চে আগুন লাগার খবর পেয়ে আমি পুলিশ টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তাধীন। প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম