ডাম্পার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথার উত্তরে ডাম্পার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হ্নীলা মৌলভীবাজার ২নং ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত মোহাম্মদ সেলিমের ছেলে মো. ফারুক (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের ইমাম হোসাইন (২৭)।
এলাকাবাসী জানান, মো. ফারুক সিএনজি গাড়িটি গ্যারেজ থেকে ঠিক করে টেকনিশিয়ানকে নিয়ে গাড়ির অবস্থা বুঝতে লেদা থেকে হ্নীলা পর্যন্ত এসে পুনরায় লেদার দিকে যাচ্ছিল। এমন সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটি পাশের খাদের পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে এনজিও সংস্থা আইওএমের লেদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ নয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ নুরুল আবছার।
