সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে প্রহলাদপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাইজুদ্দিন খন্দকারের সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছলেম উদ্দিন মৃধা, আবু জাফর সরকার, মোক্তারুল করিম মণ্ডল শামীমসহ প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করেন বিএনপি নেতাকর্মীরা।
