যুগান্তর ডেস্ক ২২ নভেম্বর ২০১৮, ০৩:৫৬ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকাভুক্ত ডাকাত মোবারক হোসেন (৩৮) বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার নয়নপুর এলাকায় এক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে থেকে ডিবি পুলিশ একটি পিস্তল, একটি পাইপগান, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার নয়নপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
সন্দেহজনক এলাকাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন, অস্ত্র ও গুলিসহ ডাকাত মোবারক হোসেনকে আটক করা হয়।
ওই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে আরও অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য রয়েছে বলে সে স্বীকার করে।
তার তথ্যের ভিত্তিতে মাদক ও অস্ত্র উদ্ধার করতে নয়নপুর এলাকায় গেলে ডাকাত দলের অন্যরা মোবারক হোসনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন।
এ সময় আটক মোবারক হোসেন দৌড়ে পালানোর সময় দুইপক্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
এরপর ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাত মোবারক হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
নিহত মোবারক হোসেন ময়মনসিংহ জেলা শহর নয়নপুরের প্রয়াত মিয়ার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ ১০টির অধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯