দুজন মন্ত্রী পেয়ে নেত্রকোনায় আনন্দ মিছিল
নেত্রকোনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ২১:০৪:৪৫ | অনলাইন সংস্করণ
নেত্রকোনা জেলা থেকে দুইজন মন্ত্রী নিয়োগ দেয়াতে রোববার বিকালে জেলা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও কৃতজ্ঞতা জানিয়ে শ্লোগান দেয়।
নেত্রকোনার দুই মন্ত্রী হচ্ছেন সাবেক আইসিটি মন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার (টেকনোক্র্যাট) এবং নেত্রকোনা-২ আসনের এমপি (সদর-বারহাট্টা) মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু।
আশরাফ আলী খান খসরুকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনি ২০০৮ সনে এমপি ছিলেন। তিনি আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য।
আশরাফ আলী খান খসরুর পিতা নুরুল ইসলাম খান(এনআই খান) মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং ১৯৭১ সনের ২৩ মার্চ নেত্রকোনায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।
মোস্তফা জব্বার বিজয় কি বোর্ডের প্রতিষ্ঠাতা। নেত্রকোনার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নবনির্বাচিত মন্ত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা শহরের জয়নগর কালিবাড়ি রোডস্থ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিপুন সরকার বাপ্পার রাজনৈতিক কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোবায়েল আহমেদ খান এবং সহ-সভাপতি শরিফুল হকের নেতৃতে পৃথক মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুজন মন্ত্রী পেয়ে নেত্রকোনায় আনন্দ মিছিল
নেত্রকোনা জেলা থেকে দুইজন মন্ত্রী নিয়োগ দেয়াতে রোববার বিকালে জেলা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও কৃতজ্ঞতা জানিয়ে শ্লোগান দেয়।
নেত্রকোনার দুই মন্ত্রী হচ্ছেন সাবেক আইসিটি মন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার (টেকনোক্র্যাট) এবং নেত্রকোনা-২ আসনের এমপি (সদর-বারহাট্টা) মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু।
আশরাফ আলী খান খসরুকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনি ২০০৮ সনে এমপি ছিলেন। তিনি আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য।
আশরাফ আলী খান খসরুর পিতা নুরুল ইসলাম খান(এনআই খান) মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং ১৯৭১ সনের ২৩ মার্চ নেত্রকোনায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।
মোস্তফা জব্বার বিজয় কি বোর্ডের প্রতিষ্ঠাতা। নেত্রকোনার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নবনির্বাচিত মন্ত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা শহরের জয়নগর কালিবাড়ি রোডস্থ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিপুন সরকার বাপ্পার রাজনৈতিক কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোবায়েল আহমেদ খান এবং সহ-সভাপতি শরিফুল হকের নেতৃতে পৃথক মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিষ্টি বিতরণ করা হয়।