দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৯ | অনলাইন সংস্করণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের কালী মন্দিরের পাশে মাটিচাপা অবস্থায় জয় চন্দ্র ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে স্থানীয় এবং পার্শ্ববর্তী নবিয়াবাদ গ্রাম থেকে আসা স্বজনরা উদ্ধার হওয়ার লাশটিকে নিখোঁজ জয় চন্দ্রের বলে শনাক্ত করেন। ওই স্কুলছাত্রের লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্র জয়চন্দ্র ঘোষ (১৫) উপজেলার নবিয়াবাদ গ্রামের অমর চন্দ্র ঘোষের পুত্র। সে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়’র সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জয় চন্দ্র ঘোষ গত ৯ জানুয়ারি সকাল ১০টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় সোমবার দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমেক প্রেরণ করেছি। অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে হত্যার পর মন্দিরের পাশে মাটি চাপা দিয়ে রেখেছিল, ভাগ্যক্রমে লাশের ডান হাতটির ওপর থেকে মাটি সরে যাওয়ায় স্থানীয়দের নজরে আসে।
তিনি বলেন, ময়নাতদন্ত এবং অনুসন্ধানের আগে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯