শেরপুর (বগুড়া) প্রতিনিধি ১৮ মার্চ ২০১৯, ২৩:০০ | অনলাইন সংস্করণ
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা না থাকায় অনেকটাই নিরুত্তাপভাবে গতকাল সোমবার সম্পন্ন হলো ভোটগ্রহণ।
অনেক কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে। তাঁতড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ১৩১ জন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এই কেন্দ্রে ২ হাজার ১৩১ ভোটের মধ্যে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা গেছে, শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল সিরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোছা. ফিরোজা খাতুন গত কয়েক দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই ঘটনার পর থেকে শেরপুর উপজেলায় নির্বাচনী কোনো আমেজ ছিল না। এ কারণে সোমবারের নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হলেও ৯৮টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অতি নগণ্য।
কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে লোকজনের সঙ্গে কথা বললে তারা জানান, নির্বাচনী প্রচারণা না থাকায় ভোট প্রদানে আগ্রহ জন্মায়নি।
ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের শহিদুল ইসলাম বলেন, প্রচারণা না থাকায় আজ যে ভোট হচ্ছে তা আমার মনেই নেই।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯