নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩২ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুল ম্যানেজিং কমিটির দুই সদস্যকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার দায়ে তাদের এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্র জানায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহকালে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ শামিমুল ইসলাম শামিম ও মোহাম্মদ আমীর মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
শামিমুলের বাড়ি সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইলে ও আমীরের বাড়ি বড়িকান্দি ইউনিয়নের ধরাভাংগা গ্রামে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, ম্যানেজিং কমিটির সদস্য শামিমুল ও আমীর মিয়া নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ করছিলেন সন্দেহ হলে তাদের দু'জনকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে নকল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯