লোক-সঙ্গীতে দেশসেরা গৌরীপুরের রুদিতা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১০ জুন ২০১৯, ১৮:৩৫:০৩ | অনলাইন সংস্করণ
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এবার লোক-সঙ্গীতে দেশসেরা হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের কন্যা লাবিবা ইসলাম রুদিতা।
বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বুধবার ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করবেন প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রুদিতা পৌর শহরের পূর্বদাপুনিয়ার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিনী শাহনেওয়াজ পারভীন শিউলীর কন্যা। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।
স্কুল পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন-পৌরসভায় বিজয়ী হয় রুদিতা। এরপরেই উপজেলা-জেলা আর বিভাগকে ছাড়িয়ে জাতীয় পর্যায়ে ঠাঁই করে নেয়। সেখানেও সংগীত লড়াইয়ে শ্রেষ্ঠত্বের আসন অলংকিত করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লোক-সঙ্গীতে দেশসেরা গৌরীপুরের রুদিতা
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এবার লোক-সঙ্গীতে দেশসেরা হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের কন্যা লাবিবা ইসলাম রুদিতা।
বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বুধবার ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করবেন প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রুদিতা পৌর শহরের পূর্বদাপুনিয়ার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিনী শাহনেওয়াজ পারভীন শিউলীর কন্যা। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।
স্কুল পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন-পৌরসভায় বিজয়ী হয় রুদিতা। এরপরেই উপজেলা-জেলা আর বিভাগকে ছাড়িয়ে জাতীয় পর্যায়ে ঠাঁই করে নেয়। সেখানেও সংগীত লড়াইয়ে শ্রেষ্ঠত্বের আসন অলংকিত করে।