রাজশাহী ব্যুরো ১৬ জুন ২০১৯, ২১:০৩ | অনলাইন সংস্করণ
প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাইসাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর যাচ্ছেন রাজশাহী কলেজের ছাত্র রবিউল ইসলাম।
সোমবার বেলা ১১টায় রাজশাহীর নগর ভবনের সামনে থেকে তার যাত্রা শুরু হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার যাত্রার উদ্বোধন করবেন। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রবিউল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
রবিউলের বাড়ি গাজীপুর শহরের সালমা মহল্লায়। বাবার নাম খোরশেদ আলম। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষবর্ষের ছাত্র। তাই থাকেন রাজশাহীতে। এখান থেকেই বাইসাইকেলে ‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপেডিশন’ শুরু করছেন তিনি।
‘মাদককে না বলুন, সাইকেল চালান, সুস্থ থাকুন’ এই স্লোগানে যাত্রা শুরু করছেন রবিউল।
কাশ্মীরে পৃথিবীর সর্বোচ্চ উঁচুর সড়কপথে পৌঁছাতে তার সময় লাগবে প্রায় দুই মাস। পথে পাড়ি দেবেন কলকাতা, বর্ধমান, আসানসোল, ধানবাদ, আওরাঙ্গাবাদ, বেনারাস, ফতেপুর, কানপুর, আগ্রা, আলীগড়, দিল্লি, চণ্ডিগড়, শিমলা, মানালী এবং লেহ। তার যাত্রা শেষ হবে ভারতের খারদুংলায়।
সংবাদ সম্মেলনে সাইক্লিস্ট রবিউল ইসলাম জানিয়েছেন, ভারতে তার অনেক পরিচিত সাইক্লিস্ট রয়েছে। তিনি নিজেও অনেকবার ভারতে গিয়েছেন। পথঘাট তার চেনা। বন্ধুদের সহযোগিতা এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজের গন্তব্যে পৌঁছাবেন। যাত্রাপথে তিনি তুলে ধরবেন রাজশাহী তথা বাংলাদেশকে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯