ফতুল্লায় এক নারীর মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১১:০৯:০১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা আইসিটি আইনের একটি মামলায় কথিত সাংবাদিক সাদ্দাম হোসেন শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুভ উজ্জীবিত বাংলাদেশ নামে একটি নামসর্বস্ব পত্রিকা ও অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।
এলাকাবাসীর দাবি, শুভকে কেউ সাংবাদিক হিসেবে চিনেন না। তিনি সবসময় পুলিশ সোর্স হিসেবে বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াত।
ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, শুভসহ অপরাপর আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর অশ্লীল ছবিসহ মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেন।
পুলিশ জানায়, সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার নামে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফতুল্লায় এক নারীর মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা আইসিটি আইনের একটি মামলায় কথিত সাংবাদিক সাদ্দাম হোসেন শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুভ উজ্জীবিত বাংলাদেশ নামে একটি নামসর্বস্ব পত্রিকা ও অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।
এলাকাবাসীর দাবি, শুভকে কেউ সাংবাদিক হিসেবে চিনেন না। তিনি সবসময় পুলিশ সোর্স হিসেবে বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াত।
ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, শুভসহ অপরাপর আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর অশ্লীল ছবিসহ মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেন।
পুলিশ জানায়, সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার নামে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।