যুগান্তর রিপোর্ট ১৯ জুলাই ২০১৯, ১৯:২৯ | অনলাইন সংস্করণ
উত্তরাঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। ভোক্তা অধিকার ‘সংগঠন কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশের’ (সিওয়াইবি) হাবিপ্রবি শাখার স্বেচ্ছাসেবীরা বন্যাদুর্গতদের মাঝে শুক্রবার ত্রাণ বিতরণ করেছে।
সিওয়াইবি-হাবিপ্রবি শাখার সদস্যরা গত তিন দিন ধরে নিজেরা সহায়তা দিয়ে ও বন্ধুদের থেকে চাঁদা তুলে ৩৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেছে। শুক্রবার বিকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং বারমার নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সিওয়াইবির হাবিপ্রবি শাখার সভাপতি মো: রাসেল রাজু, যুগ্ন-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক সরকার, অর্থ সম্পাদক তানভীর আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক জাহিদ হাসান ইমনসহ অন্যারা।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯