ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২২:৩৪:০৫ | অনলাইন সংস্করণ
ঝালকাঠির নলছিটিতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লিটন শিকদার (৩৬) নামে এক জেলে।
তবে ছেলে রামিনকে (৬) অপর এক জেলে উদ্ধার করায় প্রাণে বেঁচে গেছে।
উপজেলার চাঁনপুরা গ্রাম সংলগ্ন বিষখালী নদীতে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে লিটন শিকদারের সন্ধানে সোমবার সকাল থেকে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ লিটন শিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ শিকদারের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টার দিকে লিটন তার ছেলে রামিনকে সঙ্গে নিয়ে একটি নৌকায় বাড়ির পাশে ওই নদীতে ইলিশ মাছ ধরতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে লিটন নদীতে ঝাঁপ দিয়ে নিজেই ডুবে যায়।
এ ঘটনা দেখতে পেয়ে নদীতে কাছাকাছি মাছ ধরতে থাকা জেলে জালাল হোসেন নৌকা নিয়ে রামিনকে উদ্ধার করে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে উদ্ধার চালাচ্ছে। তবে নদীতে জোয়ার থাকায় এখনো নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ
ঝালকাঠির নলছিটিতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লিটন শিকদার (৩৬) নামে এক জেলে।
তবে ছেলে রামিনকে (৬) অপর এক জেলে উদ্ধার করায় প্রাণে বেঁচে গেছে।
উপজেলার চাঁনপুরা গ্রাম সংলগ্ন বিষখালী নদীতে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে লিটন শিকদারের সন্ধানে সোমবার সকাল থেকে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ লিটন শিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ শিকদারের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টার দিকে লিটন তার ছেলে রামিনকে সঙ্গে নিয়ে একটি নৌকায় বাড়ির পাশে ওই নদীতে ইলিশ মাছ ধরতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে লিটন নদীতে ঝাঁপ দিয়ে নিজেই ডুবে যায়।
এ ঘটনা দেখতে পেয়ে নদীতে কাছাকাছি মাছ ধরতে থাকা জেলে জালাল হোসেন নৌকা নিয়ে রামিনকে উদ্ধার করে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে উদ্ধার চালাচ্ছে। তবে নদীতে জোয়ার থাকায় এখনো নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।