ঝালকাঠিতে বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আবদুল বারেক খন্দকারের ছেলে আলতাফ হোসেন খন্দকার। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আবদুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লকাড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ২০০৭ সালের ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার তৎকালীন এসআই মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন'।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঝালকাঠিতে বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আবদুল বারেক খন্দকারের ছেলে আলতাফ হোসেন খন্দকার। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আবদুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লকাড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ২০০৭ সালের ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার তৎকালীন এসআই মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন'।