আশুলিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ২২:১২:৫৬ | অনলাইন সংস্করণ
আশুলিয়া ডিইপিজেড এলাকায় বাসচাপায় গ্রুপ-৪-এর নিরাপত্তাকর্মী মঞ্জুরুল ইসলাম নিহত হয়েছেন।
শনিবার সকালে ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডিইপিজেটের সামনের মহাসড়কে গ্রুপ-৪-এর নিরাপত্তাকর্মী মঞ্জুরুল ইসলাম ডিইপিজেটের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রকী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আশুলিয়া থানার এসআই সালাম জানান, নিহত মঞ্জুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বাসিন্দা। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আশুলিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত
আশুলিয়া ডিইপিজেড এলাকায় বাসচাপায় গ্রুপ-৪-এর নিরাপত্তাকর্মী মঞ্জুরুল ইসলাম নিহত হয়েছেন।
শনিবার সকালে ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডিইপিজেটের সামনের মহাসড়কে গ্রুপ-৪-এর নিরাপত্তাকর্মী মঞ্জুরুল ইসলাম ডিইপিজেটের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রকী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আশুলিয়া থানার এসআই সালাম জানান, নিহত মঞ্জুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বাসিন্দা। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।