নেত্রকোনায় নেশাগ্রস্ত যুবকের ছুরিকাঘাতে ঘনিষ্ঠ বন্ধু খুন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ২২:৩০:৫১ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুক্রবার রাতে নেশাগ্রস্ত বন্ধুর ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (১৮) নামের অপর বন্ধু খুন হয়েছেন। নিহত শফিকুল উপজেলার গুজিরকোনা গ্রামের আবু হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শফিকুল, একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে তোবারক মিয়া (২৬) দু’জনেরই ঘনিষ্ঠ বন্ধু। প্রায়ই তারা একই সঙ্গে গাঁজা সেবন করত।
শুক্রবার রাতে নিজ গ্রামের মজিবুর মাস্টারের বাড়ির পাশে হঠাৎ দুই বন্ধুর মাঝে কথা কাটাকাটি শুরু হওয়ার একপর্যায়ে তোবারক শফিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শফিকুলের চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শফিকুল মারা যায়।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মীর মাহাবুব বলেন, তোবারক ও শফিকুল দু'জনই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ধারণা করা হচ্ছে ঝগড়ার আগে উভয়েই নেশা করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আসামি গ্রেফতারের জন্য সব থানায় একযোগে তথ্য পাঠিয়েছি। আশা করছি দ্রুতই খুনিকে গ্রেফতার করতে পারব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেত্রকোনায় নেশাগ্রস্ত যুবকের ছুরিকাঘাতে ঘনিষ্ঠ বন্ধু খুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুক্রবার রাতে নেশাগ্রস্ত বন্ধুর ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (১৮) নামের অপর বন্ধু খুন হয়েছেন। নিহত শফিকুল উপজেলার গুজিরকোনা গ্রামের আবু হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শফিকুল, একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে তোবারক মিয়া (২৬) দু’জনেরই ঘনিষ্ঠ বন্ধু। প্রায়ই তারা একই সঙ্গে গাঁজা সেবন করত।
শুক্রবার রাতে নিজ গ্রামের মজিবুর মাস্টারের বাড়ির পাশে হঠাৎ দুই বন্ধুর মাঝে কথা কাটাকাটি শুরু হওয়ার একপর্যায়ে তোবারক শফিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শফিকুলের চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শফিকুল মারা যায়।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মীর মাহাবুব বলেন, তোবারক ও শফিকুল দু'জনই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ধারণা করা হচ্ছে ঝগড়ার আগে উভয়েই নেশা করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আসামি গ্রেফতারের জন্য সব থানায় একযোগে তথ্য পাঠিয়েছি। আশা করছি দ্রুতই খুনিকে গ্রেফতার করতে পারব।