মহেশখালী প্রতিনিধি ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল কাদের রানা (৩৪)।
সোমবার ভোরে উপজেলার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত নুরুল কাদের রানা ‘কুখ্যাত’জলদস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি। নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।
র্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র্যাব-৭ এর টহল দল অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি করে। এ সময় র্যাবও পাল্টা গুলি করে।
গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯