চট্টগ্রামে গাড়ির জন্য অপেক্ষায় থাকা নারীকে চাপা দিল বাস
চট্টগ্রাম ব্যুরো
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫:৫৫ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামে গাড়ির জন্য অপেক্ষায় থাকা এক নারী মিনিবাস চাপায় নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে বাকলিয়া থানার কর্ণফুলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, বিকালে কর্ণফুলী ব্রিজ মোড়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নগরী অভিমুখী আনোয়ারা রুটের একটি দ্রুতগামী মিনিবাস দাঁড়িয়ে থাকা ওই নারীকে চাপা দেয়।
এতে ওই নারী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চাপা দেয়া বাসের চালককে গ্রেফতার করতে পারলেও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে গাড়ির জন্য অপেক্ষায় থাকা নারীকে চাপা দিল বাস
চট্টগ্রামে গাড়ির জন্য অপেক্ষায় থাকা এক নারী মিনিবাস চাপায় নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে বাকলিয়া থানার কর্ণফুলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, বিকালে কর্ণফুলী ব্রিজ মোড়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নগরী অভিমুখী আনোয়ারা রুটের একটি দ্রুতগামী মিনিবাস দাঁড়িয়ে থাকা ওই নারীকে চাপা দেয়।
এতে ওই নারী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চাপা দেয়া বাসের চালককে গ্রেফতার করতে পারলেও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।