ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি মাদকবিক্রেতা
যুগান্তর রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৮:০৮ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সজল (২৪)।
পুলিশের দাবি, নিহত সজল মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের নিজামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজামনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদকবিক্রেতা সজল গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ছুরি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি মাদকবিক্রেতা
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সজল (২৪)।
পুলিশের দাবি, নিহত সজল মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের নিজামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজামনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদকবিক্রেতা সজল গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ছুরি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।