মেহেরপুরে ২ মৎস্যচাষিকে কুপিয়ে হত্যা
মেহেরপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৫:১২ | অনলাইন সংস্করণ
মেহেরপুর সদর উপজেলায় দুই মৎস্যচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নতুন দরবেশপুর গ্রামের শোলমারী বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, অন্যদিনের মতো মঙ্গলবার রাতেও বিলপাড়ে যান রোকন ও হাসান। এ সময় ১২ অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়।
পরে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুই মৎস্যচাষি।
খবর পেয়ে সদর থানা ও ডিবি পুলিশের দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পুরো শরীরে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বলেও আশা প্রকাশ করেন ওই পুলিশ সুপার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেহেরপুরে ২ মৎস্যচাষিকে কুপিয়ে হত্যা
মেহেরপুর সদর উপজেলায় দুই মৎস্যচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নতুন দরবেশপুর গ্রামের শোলমারী বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, অন্যদিনের মতো মঙ্গলবার রাতেও বিলপাড়ে যান রোকন ও হাসান। এ সময় ১২ অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়।
পরে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুই মৎস্যচাষি।
খবর পেয়ে সদর থানা ও ডিবি পুলিশের দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পুরো শরীরে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বলেও আশা প্রকাশ করেন ওই পুলিশ সুপার।