লালমনিরহাট প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯ | অনলাইন সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগল একসঙ্গে ৮টি ছানা প্রসব করেছে।
শনিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের একটি ছাগল একে একে ৮টি ছানা প্রসব করে।
এ ছাগলের ছানাগুলোকে দেখতে রোববার সকাল থেকে শত শত মানুষ ভিড় জমাচ্ছে ওই বাড়িতে।
কৃষক মোসলেম উদ্দিন বলেন, বর্তমানে ৮টি ছাগলছানাই সুস্থ রয়েছে। ছানাগুলোকে দেখতে প্রতিদিন শত শত নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করছেন।
ছাগলছানাগুলোকে দেখতে আসা ষাটোর্ধ্ব আবদুল জব্বার জানান, তিনি একটি ছাগলের ৪টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে দেখেছেন। তবে একসঙ্গে ৮টি বাচ্চা প্রসব এই প্রথম দেখলেন।
এ বিষয়ে হাতীবান্ধা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ছাগলটিকে দেখে-শুনে রাখতে হবে। এ ধরনের ছাগলের বেশি বাচ্চা হলে বেশিরভাগ ছাগল মারা যায়। তবে ছাগলটিকে ভিটামিন খাওয়ালে সমস্যা হবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯